বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের কাঠামো ধ্বংস করে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। স্তম্ভিত হই যখন দেখি সাবেক সেনাপ্রধান গণতন্ত্র ধ্বংস করার জন্য জড়িত, সাবেক পুলিশপ্রধান হাজার কোটি টাকার মালিক। এ রকম আজিজ, বেনজির ও মতিউর হাজার হাজার আছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের সিনিয়র নেতারা বক্তব্য দেন।
সম্প্রতি ঘোষিত তিন দিনের কর্মসূচির প্রথম দিন পালিত হয়েছে। এরপর বিভাগীয় শহর ও জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ রয়েছে বিএনপির।