গ্রুপের তলানির দলের সঙ্গে খেলা, কোয়ার্টার ফাইনালও নিশ্চিত। তাই বেঞ্চের শক্তি পরীক্ষার কথা ভাবতেই পারে আর্জেন্টিনা। সেই সঙ্গে ইনজুরির কারণে লিওনেল মেসির একাদশ থেকে ছিটকে পড়া তো আছেই। নিষেধাজ্ঞায় ডাগআউটে নেই কোচ লিওনেল স্ক্যালোনিও। এসব কারণেই হয়তো আর্জেন্টিনার খেলাটা ঠিক চ্যাম্পিয়নসুলভ হলো না। পেরুর বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা।