এ বছর বাজারে এমন ছাগলও বিক্রি হয়েছে যার আর দ্বিতীয় কোনো পিস নেই। সেই ছাগলটি নিয়েই আজ তুলকালাম কাণ্ড, নেট দুনিয়া ত বটেই; গণমাধ্যমেও তোলপাড়। ছাগলটির নাম নাকি ‘মস্তান’।
আমরা এটা দ্বিতীয় কোনো সূত্রে যাচাই করতে পারিনি। ছাগলটির ক্রেতা যুবকটিকে দেখেও ‘মস্তান’ বা ‘মাস্তান’ মনে করার কোনো কারণ নেই।