তামাক কোম্পানি প্রাপ্তবয়স্কদের প্রতি আর আগ্রহী নয়, কারণ তারা তো মরেই যাচ্ছেন। তারা বেশি দিন তামাক সেবন করতে পারবেন না। কোম্পানি চায় তরুণ এবং শিশুরা তামাক সেবন করুক। এরা যদি একবার তামাক সেবনে আসক্ত হয়ে পড়ে, তাহলে তাদের দীর্ঘদিন ধরে রাখা যাবে। কোম্পানির সোজা হিসাব। শিশু বয়স থেকে (১৫ বছর) কাউকে তামাক পণ্যে আকৃষ্ট করতে পারলে কোম্পানি তাকে অন্তত ৫০ বছর ধরে রাখতে পারবে। এই ৫০ বছরে কোটি কোটি টাকা তাদের আয় হবে।