সাংবাদিকতা এবং সাংবাদিকরা হচ্ছে সেই নিশ্চয়তা যেখানে মানুষের রূপে রাসেল’স ভাইপাররা ছড়িয়ে পড়তে পারে না। আবার রাসেল’স ভাইপার নিয়ে যত মিথ্যা, সেটাও তুলে ধরে সাংবাদিকতা। সৎ কর্মকর্তাদের সৎ সাংবাদিকতাকে ভয় পাওয়ার কারণ নেই। যে ভয় পায়, তার ভয় পাওয়ার কারণ নিশ্চয় আছে। তবে সাংবাদিকদের মধ্যেও যে রাসেল’স ভাইপার নেই, সেটাও কিন্তু না।