ধরনের দিক থেকে ষাটের দশকের ব্রিটিশ পপ, কান্ট্রি মিউজিক, র্যেগে, জ্যাজ, ব্লুজের অনবদ্য প্রয়োগ আমরা দেখি তার গানে। সেই সঙ্গে সিনেম্যাটিক লিরিক আমাদের সামনে মূর্ত করে তোলে সেসব রঙিন দিনকে। তিনি অঞ্জন দত্ত। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গানের সঙ্গে তার যাপিত জীবনের ৩০ বছর হতে চলেছে।
গানে গানে অঞ্জনের ৩০ বছর
জুন২৫,২০২৪